লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? ভোট দিবেন কাকে? কাকে সেরা বানাবেন? সারা বিশ্বে রয়েছে এই বিতর্ক।মুম্বাই এর শহরতলীতেএই বিতর্কে জড়িয়ে বন্ধুর হাতে নিহত হয়েছেন এক ব্যক্তি।
ভারতীয় পুলিশ সুত্রে জানা গেছে, ২১ বছর বয়সী নাইজেরিয়ান নাগরিক মাইকেল চুকুওয়ামা আরেক নাইজেরিয় ৩৪ বছর বয়স্ক ওবিনা দুরুমচুক্কুকে হত্যা করেছে।
শনিবার সন্ধ্যায় তারা এক অনুষ্ঠানে যায়। সেখানে কথা উঠে ফুটবল নিয়ে।তারপরে তা রীতিমত ঝগড়াতে রূপ নেয়।
পুলিশের একজন কর্মকর্তা বলেন, “অনুষ্ঠানে তারা ফুটবল খেলোয়াড়দের নিয়ে কথা বলছিল। একজন ছিল মেসির ভক্ত, আরেকজন রোনালদোর ভক্ত।ওই কথাবার্তাই একসময় ঝগড়ায় রূপ নেয়। একসময় ওবিনা মানে যিনি নিহত হয়েছেন তিনি অপর ব্যক্তির মুখের দিকে একটি গ্লাস ছুঁড়ে মারেন। গ্লাসটি ভেঙে যায় এবং মাইকেলও কিছুটা আহত হয়।
এরপর মাইকেল ওই ভাঙা গ্লাস দিয়েই ওবিনার দেহে মারেন এবং ওই আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান ওবিনা”
কোথায় রয়েছেন মেসি রোনালদো, আর তাদের নিয়ে মারামারি করে প্রাণ চলে যাওয়াটা সত্যিই দুর্ভাগ্যজনক।
রোনালদো-মেসিকে নিয়ে প্রাণ হারাল যুবক

রোনালদো ও মেসি