৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রোজা ভাঙায় দুই কিশোরের গর্দান নিল আইএস

রমজান চলার সময় পেটে জ্বালায় খেয়ে ফেলার ‘অপরাধে’ দুই কিশোরকে প্রকাশ্যে খুন করে ঝুলিয়ে দিল ইসলামিক স্টেটের ঘাতকবাহিনী। মানবাধিকার কমিশনের সিরিয়ান অবজারভেটরি সূত্রে এই খবর মিলেছে।

অবজারভেটরির এক কর্মকর্তা সংবাদসংস্থা এ এফ পি-কে জানিয়েছেন, “দার ইজার প্রদেশের মায়াদিন গ্রামের বাসিন্দারা আমাদের কাছে এই ঘটনার কথা জানিয়েছেন। আইএসের ঘাতকরা দুই কিশোরকে খুন করে সর্বসমক্ষে ঝুলিয়ে দিয়েছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাদের দেহ দুটি মাঝরাস্তায় ওই অবস্থাতেই ছিল। রমজানের উপবাস চালাতে না পারায় তাদের খুন করা হয়। ওই দুই কিশোরের মৃতদেহে আটকানো কাগজে লেখা ছিল, ‘উপবাস ভাঙার অপরাধে এই শাস্তি দেওয়া হল।’ ’’

গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রমজান। গোটা বিশ্ব জুড়েই নিষ্ঠাবান মুসলিম ধর্মাবলম্বীরা মাসভর উপবাসব্রত পালন করেন। কিন্তু কোনও সভ্য দেশেই তা মানা না-মানার উপর বিধিনিষেধ আরোপ করা হয় না কিংবা রোজা রাখতে না-পারার জন্য কারও গর্দানও নেওয়া হয় না৷ এ ব্যাপারে ব্যক্তির নিজস্ব মতামতই সেখানে অনেক বেশি গুরুত্ব পায়৷আইএস আবারও প্রমাণ করল সন্ত্রাসবাদী শক্তি হিসাবে তারা আল-কায়েদা কিংবা তালিবানের চাইতেও সর্বনাশা৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ