৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রোগীর ব্যথা হাতে, পায়ে এক্স-রে করানোর পরামর্শ চিকিৎসকের!

ব্যথা হাতে, আর চিকিৎসক প্রেসক্রিপশনে লিখলেন পায়ের ডিজিটাল এক্স-রে করাতে! তখন রোগী বিষয়টি লক্ষ্যই করেননি। এক্স-রে রুমে গেলে টেকনিশিয়ান রোগীর পা ধরে টানাটানি করেন– পায়ের এক্স-রে করতে। রোগী এ নিয়ে আপত্তি তুললে টেকনিশিয়ান জানান, প্রেসক্রিপশন অনুযায়ী হাত নয়, হাঁটুর এক্স রে করানোর কথা লেখা আছে। এ নিয়ে রোগীর আপত্তিতে শেষ পর্যন্ত নতুন করে প্রেসক্রিপশন করিয়ে তাঁর হাতে এক্স-রে করানো হয়।
প্রেসক্রিপশন বিভ্রাটের এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের একটি সরকারি হাসপাতালে।
ভুক্তভোগী ওই ব্যক্তির নাম কৌশিক চট্টোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গের জামালপুর থানার আঝাপুর গ্রামের বাসিন্দা। হাতে ব্যথা নিয়ে কৌশিক গত বুধবার রাতে স্থানীয় একটি সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যান। সেই সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রেসক্রিপশন করে দেন। পর দিন তিনি ওই হাসপাতালে এক্স-রে বিভাগে যান। সেখানে কর্তব্যরত টেকনিশিয়ানের কর্মকাণ্ডে অবাক হন কৌশিক। জানান, পায়ে নয়, হাতে আঘাত লেগেছে তাঁর। কিন্তু ওই টেকনিশিয়ান জানান, প্রেসক্রিপশনে পায়ের এক্স-রে করার কথাই লেখা রয়েছে। এরপর এক্স-রে না করিয়ে কৌশিক ফের জরুরি বিভাগে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে নতুন করে একটি প্রেসক্রিপশন লিখিয়ে নেন।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা দেবাশিস বালা বলেন, ‘এখনও লিখিত কোনও অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া ওই সময় জরুরি বিভাগে যে চিকিৎসক দায়িত্বে ছিলেন, তাঁর কাছ থেকেও বিষয়টি জানতে হবে। সঠিক কী ঘটেছিল, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ