[english_date]

রেফাত উল্লাহ ও সালাউদ্দিন বাবুর নেতৃত্বে নাশকতা

সাভারের পৌর মেয়র রেফাত উল্লাহ ও সাবেক বিএনপিদলীয় সাংসদ ডা. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় নাশকতা চালাতে শিবিরকর্মীরা পরিকল্পনা করছিলেন বলে দাবি করেছে পুলিশ।

রোববার দুপুরে তাদের আদালতে পাঠানোর পর সাভার মডেল থানায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফূল আজিম।

আশরাফুল আজিম জানান, শনিবার রাত আটটার দিকে সাভারের ডগরমোরা শাহীবাগ এলাকায় সাভার মডেল থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে একটি ছয়তলা ভবনে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ২৯ রাউন্ড গুলি, দুটি ককটেলসহ জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করে।  

তারা হলেন ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সাভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সম্পাদক জাহাঙ্গীর আলম, জামায়াতকর্মী শহিদুল ইসলাম, সমর্থক মঞ্জুরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের কর্মী ইসমাইল হোসেন।

আশরাফুল আজিম আরো জানান, গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে নাশকতার পরিকল্পনার বিষয়টি প্রথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাভারের সাবেক বিএনপিদলীয় সাংসদ ডা. সালাউদ্দিন বাবুকে রাজধানীর পরিবাগ ও পৌর মেয়র রেফাত উল্লাহকে সাভার পৌর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।

রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ