[english_date]

রূপা গাঙ্গুলীকে পিটিয়ে আহত করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী এবং অভিনয়শিল্পী রূপা গাঙ্গুলীকে পিটিয়ে আহত করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

মাথায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে কলকাতায় ফেরার পথে রূপার ওপর এ হামলা চালানো হয় বলে জানা যায়। এ নিয়ে বিজেপি নেতা ও জেলা হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। পিটুনিতে মাথায় আঘাত পেয়েছেন ৪৯ বছর বয়সী রূপা। তৎক্ষণাৎ উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রূপা সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে হাওড়া (উত্তর) আসন থেকে লড়াই করেন। তবে তৃণমূলের লক্ষ্মী রতন শুক্লার কাছে হেরে যেতে হয় তাঁকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ