
লিবিয়ার উপকূল থেকে রুশ পতাকাধারী একটি তেলবাহী জাহাজ আটক করেছে উপকূলরক্ষীরা। জাহাজটি তেল পাচারের জন্য ব্যবহৃত হচ্ছিলো বলে দাবি লিবীয় কর্তৃপক্ষের।
কোস্টগার্ড কর্মকর্তার অভিযোগ, তেল পাচার করার সময়ই জাহাজটি আটক করে তারা। লিবিয়ার জাওয়ারা থেকে ১৫ মাইল দূরে রাশিয়ার পতাকাবাহী জাহাজটির ১১ জন ক্রুর সবাই সে দেশের নাগরিক বলেও জানিয়েছেন উপকূল রক্ষীরা। জ্বালানি সমৃদ্ধ দেশটি থেকে নানাভাবে তেল পাচার হয় বলেও অভিযোগ করে তারা।
পোস্টটি যতজন পড়েছেন : ২১৫