অনেক নাটকিয়টার পর খেলা হবে কি হবেনা এই সংশয় কেটে যখন মাটে নামল টাইগাররা । প্রথমে তামিম ও সম্য সরকারের ব্যার্থতার বাংলাদেশ যখন ঝিমিয়ে পড়ছে তখন দলের হাল ধরে মাহমুদউল্লাহ রিয়াদ। ঝড়ো ব্যাটিং বাংলাদেশে পুজি দাড় করালো ১২০ রান ।
রিয়াদের ঝড়ো ব্যাটিং তান্ডবে ভারতকে ১২১ রানের টার্গেট
