৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রিভিউ আবেদনের সিদ্ধান্ত মুজাহিদের

 রিভিউ আবেদনের সিদ্ধান্ত মুজাহিদের:

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আপিল বিভাগের  রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ শনিবার কারাগারে আইনজীবীদের কাছে জামায়াতে ইসলামীর এ নেতা তাঁর সিদ্ধান্তের কথা জানান।

সকাল সাড়ে ১০টার দিকে অ্যাডভোকেট শিশির মনিরের নেতৃত্বে পাঁচজন আইনজীবী কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। সেখানে ৩৫ মিনিট আলোচনা করেন তাঁরা।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার জন্য আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি মানসিকভাবে দৃঢ় এবং সুস্থ রয়েছেন।’ তিনি বলেন, ‘আশা করছি আদালত রিভিউ আবেদন গ্রহণ করে তাঁকে খালাস দেবেন।

কারাগারে যাওয়া অন্য আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট গাজী তামিম।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। এরপর রিভিউ আবেদনের কথা জানতে চাইলে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলতে চান।

এ দিন দুপুর পৌনে ২টার দিকে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পূর্ণাঙ্গ রায়ের কপিতে স্বাক্ষর করেন। এরপর তাঁদের মৃত্যুপরোয়ানা জারি করা হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদ ও সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও মৃত্যুদণ্ডের আদেশ বহাল থাকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ