বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানিতে চার পাকিস্তানিসহ সাতজনের সাফাই সাক্ষ্য নেয়ার আবেদন করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী এই আবেদন জমা দেন।[review]
সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম খান বলেন, “চারজন পাকিস্তানিসহ সাতজনের সাফাই সাক্ষ্য দিতে আবেদন করা হয়েছে।” পুনর্বিবেচনার আবেদনের সঙ্গে এই আবেদনের (সাফাই সাক্ষ্য) ওপর শুনানি হবে বলে আশা এই আইনজীবীর।
এ বিষয়ে বেলা দুইটার দিকে সংবাদ সম্মেলনে হুজ্জাতুল ইসলামের বিস্তারিত জানানোর কথা।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন।
একই দিন রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ।
সালাউদ্দিন কাদের ও মুজাহিদের করা রায় পুনর্বিবেচনার আবেদন শুনানির দিন ঠিক করতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ১৫ অক্টোবর ওই আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদন দুটি ২০ অক্টোবর চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।