পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের উপজেলা পরিষদ এলাকার রাস্তা পানিতে ডুবে যাওয়ায় কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদী ও খালের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে কক্সবাজারের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ৮ উপজেলার নিমাঞ্চল।
শুক্রবার সকাল থেকেই প্লাবিত এলাকা থেকে পানিবন্দীদের স্থানীয় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ২১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর বাকখালী নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রাতের প্রবল বর্ষণে রামু, উখিয়া, টেকনাফ, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়াসহ ৮ উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ২ লক্ষাধিক মানুষ। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।
এদিকে জোয়ারের পানিতে রাস্তা ভেঙে যাওয়ায় কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।