১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সভা সমাবেশ করছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ সভা-সমাবেশ করছে; অথচ বিএনপির কর্মসূচিকে নানাভাবে ব্যাহত করা হয়; এমন কি কখনো কখনো করতে দেয় না।

রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

চলমান রাজনৈতিক কর্মসূচি আর সরকারবিরোধী আন্দোলনকে আরো বেগবান করতে জোটভুক্ত বিভিন্ন দল ও সমমনা দলের সাথে ধারাবাহিক বৈঠক করে আসছে বিএনপির শীর্ষ নেতৃত্ব৷

সকালে ১২ দলীয় সমমনা দলের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বসে দলের লিঁয়াজো কমিটি৷ মোস্তফা জামাল হায়দারের জাতীয় পার্টি ও কল্যাণ পার্টিসহ এতে অংশ নেয় ১২টি দল৷

পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, এক দলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে দেশের পুরো চরিত্রই বদলে দিয়েছে আওয়ামী লীগ৷ তারা গোটা দেশকে অশান্ত অবস্থায় নিয়ে গেছে। এছাড়া নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপির পদযাত্রাসহ সাম্প্রতিক কর্মসূচি পালনে মানুষ আস্থা ফিরে পেয়েছে৷ আন্দোলনে নতুন মাত্রা পেয়েছে বলেও দাবি করেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সরকার পতন আন্দোলন ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপি ঘোষিত সকল যুগপৎ আন্দোলনে ১২ দল একমত হয়েছে বলেও তিনি জানান সংবাদ সম্মেলনে৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ