২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পত্নী শুভ্রাদেবী প্রয়াত

গত ৭ অগাস্ট থেকে অসুস্থ থাকার পর মঙ্গলবার সকাল ১০ টা ৫১ মিনিট নাগাদ প্রয়াত হলেন রাষ্ট্রপতি জায়া শুভ্রা মুখোপাধ্যায়। গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হন তিনি। দিল্লির সেনা হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন শুভ্রাদেবী। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। শুভ্রাদেবীর প্রয়াণে শোকজ্ঞাপন করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “শুভ্রা বৌদিকে দীঘদিন ধরে চিনতাম। তিনি খুবই সহজ সরল গৃহবধূ ছিলেন।”

৭ অগাস্ট সন্ধ্যা থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন শুভ্রা মুখোপাধ্যায়। দিল্লির আর্মি রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেদিন সন্ধেয় তিনি হৃদরোগে আক্রান্ত হন। মস্তিস্কে অক্সিজেন সরবরাহে সমস্যা হয়। তাঁকে সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। স্ত্রীর অসুস্থতার খবরে রাষ্ট্রপতি তাঁর ওড়িশা সফর কাটছাঁট করে দ্রুত দিল্লি ফিরে আসেন।  এর আগেও হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন শুভ্রা মুখোপাধ্যায়। সে সময় তাঁর হৃৎপিণ্ডে অস্ত্রোপচারও হয়েছিল। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ