[english_date]

রাষ্ট্রদ্রোহের মামলার ভয় দেখিয়ে কোন লাভ হবে না-জাহাঙ্গীর আলম

 

সিটি কর্পোরেশন কর্তৃক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আজ ২৩ শে অক্টোবর বিকাল ৪.০০ ঘটিকায় নগরীর বাকলিয়ার রাহাত্তারপুল চত্বরে চট্টগ্রাম গনঅধিকার ফোরাম বাকলিয়া থানা শাখার উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ন-আহ্বায়ক আব্দুল মতিন কোম্পানির সভাপতিত্বে চান্দগাঁও থানার যুগ্ন-আহ্বায়ক শ্রমিক নেতা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে চ.গ.অ. ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, রাষ্ট্রদ্রোহের মামলার ভয় দেখিয়ে ৬০ লক্ষ নগরবাসীর গড়ে ওঠা চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ করা যাবে না। গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন কারো রক্ত চক্ষুকে ভয় পায় না, আমরা সরকার পতনের জন্য আন্দোলন করছি না, আমাদের আন্দোলন ন্যায় সংগত বাড়ি-ঘর, ব্যবসা-বানিজ্য রক্ষা করার আন্দোলন। যৌক্তিক এই মৌলিক অধিকার আদায়ের আন্দোলন থেকে বঞ্চিত করার ক্ষমতা কারো নেই। যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমরা রাজপথ ছাড়ব না।
প্রধান বক্তার বক্তব্য রাখতে গিয়ে চ.গ.অ ফোরামের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা আলহাজ্ব এম এ হাশেম রাজু বলেন, ৬০লক্ষ নগরবাসীর ভোট নিয়ে যদি আপনি নির্বাচিত হতেন, তাহলে রাষ্ট্রদ্রোহীতার মামলার কথা বলতে পারতেন না। আপনি সশস্ত্র সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতির মাধ্যমে নগর পিতার পবিত্র আসন দখল করেছেন, আপনার বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহীতার মামলা করা উচিত। হোল্ডিং ট্যাক্স পূর্নমূল্যায়নের নামে নগরবাসীর পকেট থেকে হাজার কোটি টাকা আপনার কর্মকর্তারা হাতিয়ে নিয়েছে, উক্ত টাকা উদ্ধার করে অবিলম্বে নগরবাসীকে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। এবং তদন্তপূর্বক দূর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করুন। নগরবাসীরা পূর্বের ন্যায় হোল্ডিং ট্যাক্স দিবে, নতুন নিয়মে নয়।
এতে আরো বক্তব্য রাখেন চ.গ.অ. ফোরামের সহ-সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, নুরুল হাকিম লোকমান, যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ নুরুল আবসার, সহকারী সম্পাদক মোহাম্মদ হোসেন, হাফিজুল ইসলাম মজুমদার মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল উদ্দীন সাদ্দাম, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ঈসমাইল, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন, সহকারী দপ্তর সম্পাদক ইমরান এমি, সংগঠনের কেন্দ্রীয় সদস্য জানে আলম, মো. ওমর ফারুক, মো. শাহজাহান, যুবনেতা মোহাম্মদ জয়নাল আবেদীন, চান্দগাও থানা যুবদল নেতা মোহাম্মদ কবীর, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ খোরশেদ, ছাত্রনেতা মোহাম্মদ শফি, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ দিদার, মোহাম্মদ আলাউদ্দীন, মোহাম্মদ সেকান্দর, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ সাইফুল প্রমুখ।
রাষ্ট্রদ্রোহীর মামলার হুমকি ও হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল বিকেল তিনটায় চট্টগ্রাম গণঅধিকার ফোরাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ