বোমা বিস্ফোরণের ফলেই সিনাইয়ে বিমান বিধ্বস্ত হয়ে থাকতে পারে –এমন ইঙ্গিত পাওয়ার পর রাশিয়া মিশরগামী সব ফ্লাইট বন্ধ করার নির্দেশ দিল।
বিধ্বস্ত রুশ বিমানের ভেতরেই বোমা রাখা ছিল, যুক্তরাজ্যের তদন্ত কর্মকর্তাদের পক্ষ থেকে এমন তথ্য জানানোর পরই ফ্লাইট বাতিলের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যদিও অনেক আগে থেকেই বিমান দুর্ঘটনায় নাশকতার অভিযোগ অস্বীকার করে আসছিল রাশিয়া। সেই সঙ্গে, তদন্তের স্বার্থে তথ্য দিয়ে সহযোগিতা না করার অভিযোগও আনা হয় যুক্তরাজ্যের বিরুদ্ধে।
এদিকে, এরইমধ্যে মিশরের শার্ম এল শেইখগামী সব ফ্লাইট বাতিল করে সেখান থেকে সব ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনা শুরু করেছে যুক্তরাজ্য।
গত শনিবার, মিশরের শার্ম এল শেইখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে মিশরের সিনাইয়ে বিধ্বস্ত হয় রুশ বিমান মেট্রোজেট A321। এতে, নিহত হন ২২৪ আরোহীর সবাই, যাদের বেশিরভাগই রুশ নাগরিক।