[english_date]

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা শুরু করল আমেরিকা

তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য জরুরি পরিকল্পনা ও পর্যালোচনা করতে শুরু করল আমেরিকা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম এই ধরনের কোনও পদক্ষেপ নিল আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করছেন, রাশিয়ার তৎপরতার জন্যই এমন পরিকল্পনা নিতে বাধ্য হয়েছে আমেরিকা। যুদ্ধ পরিকল্পনার সঙ্গে জড়িত পদস্থ এক মার্কিন কর্মকর্তা ফরেন পলিসি সাপ্তাহিককে এ কথা জানিয়েছেন। তিনি দাবি করেন, রাশিয়ার তৎপরতার ফলে সৃষ্ট নিরাপত্তা সংক্রান্ত চাপানউতোররের কারণে যুদ্ধ পরিকল্পনার শুরু হয়েছে। ন্যাটোর মিত্র দেশের কাছেও রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব তুলবে বলে জানিয়েছে আমেরিকা।

অন্যদিকে ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে আমেরিকা এই পদক্ষেপ গ্রহণ করছে বলে দাবি করেছেন প্রাক্তন মার্কিন আন্ডার সেক্রেটারি এবং নিউ আমেরিকার সিকিউরিটির সহ-প্রতিষ্ঠাতা মিশেল ফ্লোরনোয়। তাঁর কথায়, “ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে আমেরিকা  পুরনো পরিকল্পনা শুরু করতে বাধ্য হচ্ছে।” পুরনো যুদ্ধ পরিকল্পনা অনেকটাই সেকেলে হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি।

আমেরিকা সব সময়ই জরুরি যুদ্ধ পরিকল্পনা তৈরি রাখে। তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম মস্কোর বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনাকে ইন্ধন দিচ্ছে ওয়াশিংটন। অনেক বিশ্লেষকই একে উল্লেখযোগ্য ঘটনা বলে মন্তব্য করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ