যাত্রীবাহী বিমানটি রাশিয়ার মস্কো থেকে গোয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সমস্যা হয়। ফোনে জানানো হয়, বিমানে বোমার হুমকি রয়েছে। এর পরপরই গুজরাটের জামনগরে ভারতীয় বিমান বাহিনী ঘাঁটিতে বিমানটি জরুরি অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে। খবর দ্য হিন্দুর।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ২৪৪ জন যাত্রী নিয়ে মস্কো থেকে উড়োজাহাজটি উড়ছিল। বিমানটির গোয়ার ডাবোলিম বন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু সোমবার (৯ জানুয়ারি) অবতরণের কিছুক্ষণ আগে গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) একটি হুমকিমূলক ফোন পায়।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটিকে গোয়ার পরিবর্তে গুজরাটে ডাইভার্ট করা হয়। স্থানীয় সময় রাত ৯টা ৪৯ মিনিটে বিমানটি যাত্রীদের নিয়ে জামনগর বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করে।
খবর পেয়ে বিমান বাহিনী ঘাঁটিতে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দল ও স্থানীয় পুলিশ ও প্রশাসন। পাইলট, কেবিন ক্রু সহ সকল যাত্রীকে তাৎক্ষণিকভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত বিমানটিকে ‘আইসোলেশন ওয়েতে’ রাখা হয়েছে। যাতে অন্যান্য বিমান থেকে এটির দূরত্ব বজায় থাকে। রাশিয়ান দূতাবাসকেও এই জরুরি অবতরণের কথা জানানো হয়েছে। এখনও বিমানটিতে তল্লাশি চলছে।