১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাশমিকার চেয়ে বেশি দামি ‘কেজিএফ ২’ ছবির নায়িকা!

এবছরের অন্যতম ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ ২’। বহুল আলোচিত সিনেমা এটি। এ সিনেমায় অভিনয় করেন দক্ষিণী অভিনেত্রী শ্রীনিধি শেঠি।

এ অভিনেত্রী তামিল, তেলুগু ও কন্নড় সিনেমায় কাজ করেছেন। তবে সাফল্য সেভাবে ছুঁতে পারেনি তিনি। অভিনেত্রীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ‘কেজিএফ ২’। ছবিটি দারুণ আলোচনায় এলেও সে তুলনায় শ্রীনিধি ততোটা হালে পানি পাননি।

তবুও এ সিনেমার সুবাদে বেড়েছে তার কদর। স্বাভাবিকভাবেই বেড়েছে পারিশ্রমিকও।

সেটা এতোই বেড়েছে যে ‘পুষ্পা’ খ্যাত রাশমিকার পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে।

ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দুই দক্ষিণী সুপারস্টার শ্রীনিধি ও রাশমিকার মধ্যে চলছে অবস্থান ও পারিশ্রমিকের লড়াই। রাশমিকা যেখানে সিনেমা পিছু ২ কোটি টাকা পারিশ্রমিক নেন সেখানে শ্রীনিধি পারিশ্রমিক দাবি করছেন তারও বেশি।

শ্রীনিধি দীর্ঘ পাঁচ বছর প্রশান্ত নীলের সঙ্গে পরিচালনার কাজে ছিলেন। পরে সিদ্ধান্ত বদলে অভিনয় জগতে পা রাখেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ