এবছরের অন্যতম ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ ২’। বহুল আলোচিত সিনেমা এটি। এ সিনেমায় অভিনয় করেন দক্ষিণী অভিনেত্রী শ্রীনিধি শেঠি।
এ অভিনেত্রী তামিল, তেলুগু ও কন্নড় সিনেমায় কাজ করেছেন। তবে সাফল্য সেভাবে ছুঁতে পারেনি তিনি। অভিনেত্রীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ‘কেজিএফ ২’। ছবিটি দারুণ আলোচনায় এলেও সে তুলনায় শ্রীনিধি ততোটা হালে পানি পাননি।
তবুও এ সিনেমার সুবাদে বেড়েছে তার কদর। স্বাভাবিকভাবেই বেড়েছে পারিশ্রমিকও।
সেটা এতোই বেড়েছে যে ‘পুষ্পা’ খ্যাত রাশমিকার পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে।
ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দুই দক্ষিণী সুপারস্টার শ্রীনিধি ও রাশমিকার মধ্যে চলছে অবস্থান ও পারিশ্রমিকের লড়াই। রাশমিকা যেখানে সিনেমা পিছু ২ কোটি টাকা পারিশ্রমিক নেন সেখানে শ্রীনিধি পারিশ্রমিক দাবি করছেন তারও বেশি।
শ্রীনিধি দীর্ঘ পাঁচ বছর প্রশান্ত নীলের সঙ্গে পরিচালনার কাজে ছিলেন। পরে সিদ্ধান্ত বদলে অভিনয় জগতে পা রাখেন।