ইরাকি সেনাবাহিনী রামাদি শহরে ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত রামাদি শহরের একটি সরকারি ভবনের দখল নিয়েছে। এই ভবন থেকে এই জঙ্গি সংগঠন ইরাকি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছিল।
সুন্নি অধ্যুষিত রামাদি গত মে মাসে আইএস’র দখলে চলে যায়। গুরুত্বপূর্ণ এই শহরের পতন ইরাকি সেনাবাহিনীর জন্য বেশ বিব্রতকর ছিল এবং গত কয়েক মাস ধরে এই শহরে আবারো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করে আসছিল। ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র সাবাহ আল নুমানি রয়টার্স বলেন, সরকারি কমপ্লেক্সটি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ভবনে আইএস যোদ্ধাদের কেউ নেই। এই ভবনের নিয়ন্ত্রণ নেয়ার অর্থ হচ্ছে রামাদিতে ইসলামিক স্টেট পরাজিত হয়েছে। আমাদের পরবর্তী পদক্ষেপ হবে শহরের ছোট ছোট যে অবস্থান রয়েছে সেগুলো ধ্বংস করা।
পোস্টটি যতজন পড়েছেন : 132
























