রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। এ সময় দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে হলের সামনে স্ট্যান্ড করা মোটরসাইকেলের ওপর বসা নিয়ে কথা কাটাকাটির জের ধরে রাবি ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি মেহেদি হাসান ছাত্রলীগ কর্মী সারোয়ার হোসেনকে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়।
এর জের ধরে রাত সোয়া ৯টার দিকে হলে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সহযোগী রাবি ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি রানা চৌধুরী, পরিবেশবিষয়ক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ (বহিষ্কৃত) ও যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশের (বহিষ্কৃত) সঙ্গে গোলাম কিবরিয়া ও রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়।
হল প্রাধ্যক্ষ প্রফেসর এসএম জাহিদ হোসেন জানান, একটু ঝামেলা হয়েছে, পরে পরিস্থিতি শান্ত হযেছে। তিনি নেতাদের ডেকে কথা বলবেন বলেও জানান।