
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়েরকৃত দুই মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলা দুইটিতে ভবন মালিক সোহেল রানাসহ ৪২ জনকে আসামি করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপি বিজয় কৃষ্ণ কর অভিযোগপত্র দুইটি দাখিল করেন।
দণ্ডবিধির মামলায় ৪১ জনকে ও ইমারত আইনের মামলায় রানাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। দুই মামলার মোট আসামি ৪২ জন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। এতে এক হাজারেরও বেশি শ্রমিক মারা যান।
ভবন ধসে প্রাণহানির ঘটনায় প্রথমে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে একটি মামলা করেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ। সোহেল রানাসহ ২১ জনকে এজাহারে আসামি করা হয়। তবে অভিযোগপত্রে ৪১ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এই মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা হতে পারে।
অন্যদিকে ইমারত বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে রানাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ। অভিযোগ প্রমাণিত হলে এই মামলায় আসামিদের সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে।