৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্জাককে ফিরিয়ে আনতে পতাকা বৈঠক বসছে আজ

অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মিয়ানমারের মংডুতে এ পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
এতে ৫ সদস্যের বিজিবি দলের পক্ষে নেতৃত্ব দেবেন কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এস এম আনিসুর রহমান। এর আগে বেশকয়েকবার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও, মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি তাতে সম্মতি দেয়নি। পরে, গত ২২ জুন মিয়ানমারের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে চিঠি দেয়া হয়। এর পরই আজ এ পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়।
গত ১৭জুন টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ