১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজ্জাককের বিপরিতে মায়ানমারের শর্তে বাংলাদেশের না ।

বিজিবি নায়েক রাজ্জাককে ফিরিয়ে দেয়ার পরিবর্তে মায়ানমার থেকে ৫৫৬ জনকে ফিরিয়ে আনার শর্ত বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তবে, দু’টি বিষয়কে আলাদাভাবে দেখার ব্যাপারে মিয়ানমার এরইমধ্যে সম্মত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই দু’দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে রাজ্জাককে ফিরিয়ে আনা হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এগুলো বাংলাদেশি কিনা সেটা আমাদেরকে আগে দেখতে হবে। যদি বাংলাদেশি হয়ে থাকে অবশ্যই আমরা তাদেরকে ফেরত নিয়ে আসব।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নায়েক রাজ্জাকের সঙ্গে চুক্তিটি লাগিয়ে দেওয়া, আমরা মনে করি যে, এটা তারা অতিরিক্ত করছেন এবং অতিরিক্ত চাইছেন। সেটাও আমরা তাদেরকে ভদ্র ভাষায় জানিয়ে দিয়েছি। দু’টি আলাদাভাবে দেখে তারা আবারও চাপ দিচ্ছেন ওই মানুষগুলো আমরা গ্রহণ করার জন্য এবং তাকেও আলাদাভাবে নিয়ে যাওয়ার জন্য। তবে একটি ফ্ল্যাগ মিটিং হওয়ার মাধ্যমে এটি শেষ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘রাজ্জাককে ফিরিয়ে নেয়ার জন্য আমাদের বিজিবি ও তাদের বিজিপি আলাপ-আলোচনা চলছে। আমরা আশাবাদী সে নিশ্চিতভাবে ফিরে আসবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ