রাজীব গান্ধী খেল রত্ন পাচ্ছেন সানিয়া মির্জা৷ বিশ্বের এক নম্বর ডাবলস টেনিস খেলোয়াড়ের ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে পাইয়ে দিচ্ছে দেশের সর্বোচ্চ খেলার সম্মান৷ক্রীড়ামন্ত্রকের মনোনীত সম্ভাব্য খেল রত্ন প্রাপকদের তালিকায় সবার উপরেই রয়েছেন সানিয়া৷ টেনিসের গ্ল্যামকুইনের পরেই রয়েছেন ডিসকাস থ্রোয়ার বিকাশ গাওরা ও সীমা পুনিয়া৷ এরপরে রয়েছেন টিম ইন্ডিয়ার হকি ক্যাপ্টেন সর্দার সিং ও শাটলার কিদাম্বি শ্রীকান্ত৷
২০১৪-এ এশিয়ান গেমসে সানিয়া মিক্সড ডাবলসে সোনা ও ডাবলসে ব্রোঞ্জ জিতেছিলেন৷ পাশাপাশি গতবছর ডাবলসে যুক্তরাষ্ট্র ওপেনেও ছিনিয়ে নেনে তিনি৷ এছাড়া চলতি বছরেও সানিয়ার ধারাবাহিকতা অব্যহত৷ একাধিক টুর্নামেন্ট জেতার পাশাপাশি বিশ্বের এক নম্বর মহিলা ডাবলস খেলোয়াড় হয়েছেন৷ শুধু তাই নয়, দেশের প্রথম মহিলা হিসেবে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে উইম্বলডন জেতার নজির গড়েন হায়দরাবাদের সুন্দরী৷ সানিয়ার ঝুলিতে অর্জুন, পদ্ম শ্রী ও পদ্ম ভূষণ রয়েছে৷ এবার খেল রত্ন পাওয়ার অপেক্ষা৷