রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকা থেকে জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত গভীর রাতে বিনোদপুরের কুখন্ডী এলাকা থেকে মতিহার থানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন- পবার হরিয়ান ইউনিয়ন জামায়াতের সভাপতি নজরুল ইসলাম, কুখন্ডী ইউনিয়ন জামায়াতের কোষাধক্ষ্য আব্দুর রাজ্জাক, কর্মী ইউনুস আলী ও আবদুল মতিন। বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।
ওসি বলেন, আটকদের মধ্যে জামায়াত নেতা নজরুল ইসলাম এ বছরের ১৯ জানুয়ারি মুক্তিযোদ্ধার বাড়ি পোড়ানোসহ নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলার আসামি। অন্যদের বিরুদ্ধেও মামলা রয়েছে। আটকের পর তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : ৭৯