৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহী মহানগরীরর জামায়াত নেতাকর্মী গ্রেফতার

রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকা থেকে জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত গভীর রাতে বিনোদপুরের কুখন্ডী এলাকা থেকে মতিহার থানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- পবার হরিয়ান ইউনিয়ন জামায়াতের সভাপতি নজরুল ইসলাম, কুখন্ডী ইউনিয়ন জামায়াতের কোষাধক্ষ্য আব্দুর রাজ্জাক, কর্মী ইউনুস আলী ও আবদুল মতিন। বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।

ওসি বলেন, আটকদের মধ্যে জামায়াত নেতা নজরুল ইসলাম এ বছরের ১৯ জানুয়ারি মুক্তিযোদ্ধার বাড়ি পোড়ানোসহ নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলার আসামি। অন্যদের বিরুদ্ধেও মামলা রয়েছে। আটকের পর তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ