রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদের মাঠে গ্রেনেড পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৮ টায় পরিছন্ন কর্মীরা ঘাস কাটতে আসলে মাঠের মধ্যে এই গ্রেনেড দেখতে পেয়ে মতিহার থানায় খবর দেয়। পরে পুলিশ এসে গ্রেনেডসহ জায়গাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। এ খবরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মসজিদের বিপরীত পাশের চটপটি বিক্রেতা আব্দুর রাজ্জাক সদর বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আমার দোকানের এক কর্মচারি ঘাস কাটার সময় মসজিদের গেটের বাহিরে ড্রেনের ভেতরে কৌটার মত একটি জিনিস দেখতে পায়। পরে সে আমাকে জানালে আমি তা ফেলে দিতে বলি।
এই বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, প্রশাসন আমাদের খবর দিলে আমরা এসে গ্রেনেডসহ জায়গাটি নিরাপত্তা বেষ্টনী দিয়েছি। পরে র্যারের একটি বোমা বিধংসকারী দল এসে গ্রেনেডটি উদ্ধার করবে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর তারিকুল হাসান বলেন, সকালে গ্রেনেডের কথা শুনে আমি সেখানে গিয়েছি। এটা যে গ্রেনেড তাতে কোন সন্দেহ নেই । র্যাবের সঙ্গে কথ হয়েছে। তারা এসে এটিকে উদ্ধার করবে।