রাজশাহীর মোহনপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ধুরইল ইউনিয়নের পুল্লাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোছা গ্রামের রহমত আলী (২৮), হাটরা গ্রামের আব্দুল হাকিম (৫০) ও ডাঙ্গাপাড়া গ্রামের সত্যেন কুমার সত্য (৩৫)। আহতরা হলেন পুল্লাকুড়ি গ্রামের কামাল (৪৫), মুনাডাঙ্গা গ্রামের জাহানারা (৩৮), ধামিন কৈড় গ্রামের রহিমা (৫৫) ও বারউপাড়া গ্রামের আলিমন (৬৫)। তাদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোহনপুর থানার ওসি আব্দুল হামিদ জানান, ঝড়-বৃষ্টির সময় মাঠে কর্মরত অবস্থায় সাতজন আহত হন। তাদের উদ্ধার করে মোহানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
পোস্টটি যতজন পড়েছেন : 144