[english_date]

রাজশাহীর মোহনপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু

রাজশাহীর মোহনপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায়  চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ধুরইল ইউনিয়নের পুল্লাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোছা গ্রামের রহমত আলী (২৮), হাটরা গ্রামের আব্দুল হাকিম (৫০) ও ডাঙ্গাপাড়া গ্রামের সত্যেন কুমার সত্য (৩৫)। আহতরা হলেন পুল্লাকুড়ি গ্রামের কামাল (৪৫), মুনাডাঙ্গা গ্রামের জাহানারা (৩৮), ধামিন কৈড় গ্রামের রহিমা (৫৫) ও বারউপাড়া গ্রামের আলিমন (৬৫)। তাদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার ওসি আব্দুল হামিদ জানান, ঝড়-বৃষ্টির সময় মাঠে কর্মরত অবস্থায় সাতজন আহত হন। তাদের উদ্ধার করে মোহানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ