[english_date]

রাজশাহীতে আওয়ামী মেয়র প্রার্থীর উপর বোমা হামলা

হাতবোমা হামলায় রাজশাহীর নওহাটা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল বারী খানসহ অন্তত সাত জন আহত হয়েছে।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৌরসভার আনসার ক্যাম্পের পাশে মধ্য পুঠিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল ইসলাম,  উপজেলা কৃষক লীগের সভাপতি মনসুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ইমদাদুল হক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, আওয়ামী লীগ কর্মী মানিক হোসেন ও রাসেল আলী।

পবা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, আহতদের মধ্যে আব্দুল বারী খান, মানিক ও রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নওহাটার স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত ইমদাদুল বলেন,  আওয়ামী লীগের ২৫/৩০ জন নেতাকর্মী মেয়র প্রার্থীর সঙ্গে গণসংযোগ করছিল। এ সময় তাদের লক্ষ্য করে পর পর দুইটি হাতবোমা ছোড়া হয়। একটি বোমা ফাঁকা জায়গায় পড়লেও আরেকটি তাদের মাঝখানে এসে পড়ে।

ওসি শরিফুল বলেন, নওহাটার আনসার ক্যাম্পের পাশে পুঠিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শর শেষে পাশের বাজারে গণসংযোগ করছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। এ সময় দুটি হাতবোমা ছুড়ে মারে দৃর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ