শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে ফিরিয়ে আনতে সৌদি আরব যাচ্ছেন পুলিশের তিন কর্মকর্তা। রোববার রাত দুইটার একটি ফ্লাইটে তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের ওই দলের সদস্য সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, রাত দুইটায় ফ্লাইট। সৌদি থেকে আগামী ১৫ তারিখ ফেরার সম্ভাবনা রয়েছে।
ওই দলটির অপর দুই সদস্য হলেন, পুলিশ সদরের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল করিম এবং সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন।
পোস্টটি যতজন পড়েছেন : 250