৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজন হত্যা: পরিদর্শক আলমগীর সাময়িক বরখাস্ত

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যার আসামির পালাতে সহায়তার অভিযোগ ওঠার পর জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তাকে পুলিশের রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ  বিষয়টি নিশ্চিত করেছেন।

আলমগীর রাজন হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন। তদন্ত কমিটির প্রতিবেদনে গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত শুক্রবার তাকে জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল। পরে তাকে সাময়িক বরখাস্তের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হলে সোমবার পুলিশ হেডকোয়ার্টার থেকে আলমগীরকে সাময়িক বরখাস্তের আদেশ সিলেটে আসে। পাশাপাশি তাকে রংপুর রেঞ্জে বদলিরও আদেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁওয়ে শিশু রাজনের ওপর নির্মম নির্যাতন চালানোর ফলে তার মৃত্যু ঘটে। পরে নির্যাতনের ভিডিও ফেসবুকে প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ