৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

“রাজনীতির ইতিহাসে আন্দোলনের সফলতা-ব্যার্থতা নির্বাচনে জয় পরাজয়ে প্রভাব বিস্তার করে”

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্যই তৃণমূল পর্যায়ে দলীয় প্রতীকে নির্বাচন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। এতে তৃণমূলে গণতন্ত্রের চর্চা হবে। এই নির্বাচন থেকে গণতন্ত্রের অভিযাত্রা প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের পথে অনেক দূর এগিয়ে যাবে।

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে মন্ত্রী আরো বলেন, আন্দোলনে হেরে গেলে নির্বাচনে হেরে যায়, আন্দোলনে বিজয়ী হলে নির্বাচনে বিজয়ী হয় এটাই রাজনীতির ইতিহাস। নির্বাচন ঠিক মত হবে না, নিরক্ষেপ হবে না, বিরোধীদের নির্বাচনের বাইরে রাখার চেষ্টা চলছে এসব কথা যারা বলছেন, তারা কিন্তু আন্দোলনে ব্যর্থ। আর আন্দোলনে ব্যর্থ বলেই সামনে যে কোনো নির্বাচনে তারা ব্যর্থ হবে। এজন্যই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এমন মন্তব্য করছেন।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালিবাড়ি মন্দিরে দুর্গা প্রতিমা পরিদর্শন ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক রশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ হিন্দু মহাজোট ও পূজা উদযাপন পরিষদ নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরো বলেন, সারা দেশে ২৯ হাজার পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব চলছে। কোথাও শান্তি বিঘ্নিত হয়েছে এমন খবর নেই। দুর্গোৎসবই প্রমাণ করে দেশের নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই। তাই বিদেশিদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ, সংশয় তা অযৌক্তিক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ