৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানী বালুবাহী ট্রাকচাপায় ওয়াসাকর্মী নিহত

রাজধানী বালুবাহী ট্রাকচাপায় ওয়াসাকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিন কর্মী আহত হয়েছেন। মোহম্মদপুরের ঢাকা উদ্যান বি ব্লকের রাস্তায় সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকচাপায় নিহতের নাম শাহিন মিয়া (২৫) এবং তিনি মোহম্মদপুরে কর্মরত ওয়াসাকর্মী বলে জানা যায়। নিহত শাহিন মিয়া লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মরিচখোসা এলাকার জালাল উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- মো. জুয়েল (২৫), ফরহাদ হোসেন (১৬) ও রমজান আলী (২০)।

ওয়াসার ইঞ্জিনিয়ার মো. সুমন জানান, রাত সাড়ে তিনটার দিকে রাস্তা খোড়ার কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ একটি বালুবাহী ট্রাক শাহিন মিয়াসহ চারজনকে চাপা দেয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে শাহিন মিয়া মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ক্যাম্প ইনচার্জ (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, ওয়াসার চার কর্মীর মধ্যে একজন মারা গেছেন। বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ