৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীর হোসেনি দালানের সামনে ৩টি বিস্ফোরণঃ নিহত ১ আহত ৪০ জনেরও বেশি

রাজধানীর নাজিমউদ্দিন রোডে হোসেনি দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তিনটি  বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে একজন মারা গেছেন এবং আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শিয়াদের ওই সমাবেশে তিনটি  বিস্ফোরণের ঘটনা ঘটে।

চকবাজার থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন  বলেন, ঠিক দুইটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা শুনেছি। তবে আহতদের সংখ্যা আমাদের এখন পর্যন্ত জানা নেই। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, হোসেনি দালানের সামনে বিস্ফোরণের ঘটনায় একজন মারা গেছে। তিনি আরো জানান, আহত হয়ে কেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ৪০ জনের বেশি মানুষ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ