১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীর সিদ্ধেশ্বরীতে আনারকলি মার্কেটে অগ্নিকাণ্ড

রাজধানীর সিদ্ধেশ্বরীতে আনারকলি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন রাত ১০টা ১৫ মিনিটে এনটিভি অনলাইনকে জানান, ‘আগুন নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস থেকে সাতটি ইউনিট গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ ছাড়া তেজগাঁও স্টেশন থেকে আরো চারটি গাড়ি রওনা হয়ে পথে আছে। প্রয়োজনে আরো সরঞ্জাম ও লোকবল পাঠানো হবে।’

তবে এই কর্মকর্তা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে জানাতে পারেননি। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ