রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজ কার্যালয়ে ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার পর এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবুল কাশেম ফজলুল হক।গতকাল শনিবার দুপুরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
তবে খুনের পর থেকেই পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তদন্ত কাজে নেমে পড়েছেন। এরই মধ্যে আজিজ সুপার মার্কেটের সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে।খুনীদের খুঁজে বের করার জন্য পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখবেন।
এই ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশির অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসানকে।এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
পোস্টটি যতজন পড়েছেন : ৭৫