[english_date]

রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ের বিজয়সরণীতে নবথিয়েটারের পাশে বাসের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

তার নাম মোহাম্মদ আলী (১৬) ।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতের বন্ধু তরিকুল ইসলাম জানান, আলীর বাসা শাহীনবাগ এলাকায়। তারা তিব্বত কোম্পানিতে চাকরি করেন। কাজ শেষে নবথিয়েটারের পাশে ফুটপাত দিয়ে হেঁটে বাসায় ফেরার পথে কয়েকজন হিজড়া আলীর হাত ধরে টান দেয়। হিজড়ারা তাদের কাছে চাঁদা দাবি করলে আলী ও তাদের বন্ধুদের সঙ্গে হিজড়াদের তর্ক শুরু হয়। পরে এই ঘটনা দেখার পর ওই এলাকায় দায়িত্বরত আনসার সদস্যরা তাদের সবাইকে ধাওয়া দেয়। দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস আলীকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন।

লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ