রাজধানীর উত্তরার শাহ মাখদুম রোডের একটি বাসা থেকে এক নারীসহ তিন ভুয়া ডিবি পরিচয়ধারীকে অস্ত্রসহ আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আটটার দিকে উত্তরার বারো নম্বর সেক্টরের শাহ মাখদুম রোডের ওই বাসাটিতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় নারীসহ তিন ভুয়া ডিবিকে আটক করা হয়।
বাসা থেকে একটি ওয়াকিটকি, একটি পিস্তল ও টর্সার সেলের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা বিভিন্ন সময় ডিবি পরিচয় দিয়ে নানা রকম অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতো। তবে এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
পোস্টটি যতজন পড়েছেন : 108