[english_date]

রাজধানীতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সদ্য হজ ফেরত এক স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে রুমা নামের এক গৃহবধূকে আগুনে ঝলসানো শরীর নিয়ে গুরুতর অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে শুক্রবার রাতে সে মারা যায়। পুলিশ এই ঘটনায় মামলা নেয়নি দাবি করে নিহতের স্বজনদের অভিযোগ- স্বামী ‘আবু তাহের-ই’ রুমাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।

তবে পুলিশ বলছে, স্বজনরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিহতের স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার রাতে রুমাকে বাড্ডার বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় ডেকে নেয় তার সদ্য হজ ফেরত স্বামী আবু তাহের। রাত নয়টায় রুমা বসুন্ধরায় পৌঁছালে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ করেন তার বোন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা মেডিকেলে স্থানান্তরের পর শুক্রবার রাতে সে মারা যায়, এরপর থেকে স্বজনদের অভিযোগের আঙ্গুল এখন আবু তাহের’র দিকে।

স্বজনরা আরো বলছেন, শেয়ার ব্যবসায়ী আবু তাহের এর সাথে বছর ৫ বছর আগে বিয়ে হয় রুমার। কিন্তু দীর্ঘদিন ধরে রুমাকে শারীরিক নির্যাতন করা হতো। ঘটনার পর পুলিশ তাহেরকে থানায় নিয়ে গেলেও পরে তাকে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ স্বজনদের। তারপর থেকে পলাতক অভিযুক্ত তাহের।

তবে, মামলা না নেয়ার অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, রুমার স্বজনরা আইনি প্রক্রিয়া হলেই ব্যবস্থা নেয়া হবে।

স্বজনরা জানান, রুমাকে বিয়ের সময় প্রথম স্ত্রীর কথা গোপন রাখেন আবু তাহের।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ