এইচ.এস.এম তারিফ, ঢাকা:
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের তিন ওয়ার্ডে প্রস্তুতি মূলক কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রাজধানী হতে জলাতঙ্ক রোগ নির্মুলে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রন শাখার বাস্তবায়নে সোমবার ঢাকা দক্ষিন সিটিতে অবস্থিত কামরাঙ্গির চরের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ৬ দিন ব্যাপী এ কার্যক্রমে কামরাঙ্গির চরের এ তিনটি ওয়ার্ডের সকল পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিষোধক টিকা দেয়া হবে।
এ কার্যক্রম সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর, রোগ নিয়ন্ত্রন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর সিডিসি অধ্যাপক আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় স্বাস্থ্য অধিদপ্তর, রোগ নিয়ন্ত্রন শাখার বাস্তবায়নে দেশ ব্যাপী কুকুরের টিকাদান কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় এবার আমরা ঢাকা দক্ষিন সিটি তিনটি ওয়ার্ডে প্রস্তুতি মূলক কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পরবর্তিতে রাজধানীকে জলাতঙ্কের হাত হতে রক্ষা করতে ঢাকা দক্ষিন ও উত্তর সিটি কর্পোরেশনে সকল ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”
উল্লেক্ষ্যে, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনেরর কামরাঙ্গির চরের তিনটি ওয়ার্ডে শুরু হওয়া ছয় দিন ব্যাপী জলাতঙ্ক রোগ নির্মূলে গনহারে কুকুরের টিকাদান কর্মসূচি ৭ জুন হতে ১২ জুন পর্যন্ত চলবে।