১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২৪ হাজার ২১৫ পিস ইয়াবা, ১৯ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৩৩৯.৪ গ্রাম ৫৩২ পুরিয়া হেরোইন, ২৬৪ ক্যান বিয়ার ও ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে পৃথক স্থানে অভিযান, বিয়ার ও ইয়াবাসহ গ্রেফতার ৩

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ