
রাজধানীতে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে মিরপুর ১২ নম্বরের পল্লবী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্য রিয়াদ হাসপাতালে সাংবাদিকদের জানান, পল্লবী ই-ব্লকের ২০ নম্বরের পাঁচতলা বাসার নিচতলায় হঠাৎ করেই আগুন লেগে যায়।
এতে ওই পরিবারের আমেনা (৪৫), তাঁর মেয়ে রিদিতা (১৫), ছেলের বউ শম্পা (২০), আমেনার বোন রায়না (২২) এবং ভাইয়ের বউ লামিয়া (৩০) দগ্ধ হন।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি রিয়াদ। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৭৩