[english_date]

রাজকীয় প্রাসাদকেই ‘হেডকোয়ার্টার’ বানাল আইএসআইএস

দুনিয়া জুড়ে সন্ত্রাস ছড়ানোর ডাক দিচ্ছে আইএসআইএস। একর পর এক শহরে ছড়াচ্ছে তাদের সন্ত্রাসের ঘাঁটি। সম্প্রতি তারা নতুন হেডকোয়ার্টার বানিয়েছে তাদের কাজের জন্য। কোটিপতি আরব শেখের কয়েক’শো সম্পত্তি দখল করে সেখানেই আধিপত্য বিস্তার করেছে জঙ্গিরা। সেই বিলাস-বহুল প্রাসাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তারা।
সেখানে দেখা যাচ্ছে প্রাসাদ ঘিরে রয়েছে বিস্তৃত সাজানো বাগান। সিরিয়ার মরুভূমির প্রাণকেন্দ্রে অবস্থিত সেটি। কাতারের রাজ পরিবারের সম্পত্তি বলে এটিকে দাবি করা হচ্ছে। আইএসআইএস দখল শুরু করার পর তারা এই প্রাসাদ ছেড়ে চলে যায়। সোনা দিয়ে কারুকার্য করা এই প্রাসাদ আজ জঙ্গিদের দখলে। সৌদি আরবের মক্কা মসজিদের মতই এই প্রাসাদের মার্বেলের মেঝে। রয়েছে মার্বেলের বিশাল হলঘর, ঘাসে মোড়া লন, রাজকীয় শয্যাঘর, প্রাসাদের অন্দরে সুইমিং পুলের ব্যবস্থা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ