রাঙামাটি কলেজে ছাত্রলীগ ও পাহাড়ী ছাত্র পরিষদ( পিসিবি)’র মধ্যে সংঘর্ষে পিসিবির সাংগঠনিক সম্পাদকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার সকাল ১১.৩০ মিনিটে রাঙামাটি কলেজ ক্যাম্পাসে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের ৩ নং ওয়ার্ড সেক্রেটারী অর্ণব ত্রিপুরা সৌরভকে কেন্দ্র করে উভয়দলের মধ্যে সংঘর্ষ শুরু হয় । সংঘর্ষে ১২ জন আহত হয়। এছাড়াও ৫টি দোকানে অগ্নিসংযোগ, ২০টি দোকান ভাংচুর ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
আহতদের মেডিকেল, সিএমএইচ ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছাত্রলীগের অর্ণব, কলেজ গেটের আকতার (স্টোরের আকতার), শাহআলম(স্টোরের শাহ আলম), মেহমান (স্টোরের আলম) , নিউশাহী ভাত ঘরের কর্মচারী মোমিনুল, শুভেচ্ছা স্টোরের রাসেল, পাহারীকা কাউন্টারের হাসান ১৮.পানদোকানী ইউসুফ এনথন চাকমা, ইকবাল, রোবেল ১৯, অপু ২৮, নাজমুল হক, তাজুলসহ আরো অনেকে।
রাঙামাটি কলেজ ছাত্রলীগের সেক্রেটারী আহম্মদ ইমতিয়াজ রিয়াদ জানিয়েছেন, অর্নব মিছিল শেষ করে কলেজ ক্যান্টিনে যাচ্ছিল তখন পিসিবি কর্মীরা তার উপর হামলা করে।
পাহারী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্ছু চাকমা জানিয়েছে, আমাদের কর্মীরা কলেজে দাড়িঁয়ে ছিল তখন বিনা উস্কানি ছাত্রলীগ তাদের উপর হামলা চালিয়েছে।
রাঙামাটি জেলা পিসিবির সাধারণ সম্পাদক রিন্টু চাকমা জানিয়েছেন, আমাদের ছেলেরা খেলা নিয়ে কথা বলছিল তখন আমাদের উপর তারা হামলা করে নেতাকর্মীদের আহত করে।
রাঙামাটির পুলিশ সুপার সাইদ তারিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।