রাঙামাটির লংদু উপজেলার ভাইবোন ছড়া এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ড হয়। নিহত তিনজনকে নিজেদের কর্মী দাবি করে ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা অভিযোগ করে বলেন, জনসংহতি সমিতির (জেএসএস, সন্তু লারমা গ্রুপ) সশস্ত্র সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। রাঙামাটির পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।