১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাগী স্ত্রী বা প্রেমিকাকে সামলাতে পুরুষদের যেভাবে ট্রেনিং দেবে এআই চ্যাটবট ‘অ্যাংরি জিএফ’

‘আশ্চর্য,মেয়েটি রেগে গেল কেন’?- হুমায়ুন আহমেদের বিখ্যাত নাটকের এই সংলাপ আসলে জীবন থেকেই নেওয়া৷ নইলে রেগে থাকা সঙ্গিনীদেরকে সামলাতে ট্রেনিং দেওয়ার এআই চ্যাটবট এত জনপ্রিয়তা পেল আর সাড়া জাগাল কেন হঠাৎ! ‘অ্যাংরি জিএফ’ নামের এই চ্যাটবটটি নিয়ে এখন চলছে জোর আলোচনা।
অ্যাংরি জিএফ চ্যাটবটটি নিয়ে এখন চলছে জোর আলোচনা
আসলে নারীরা রাগ বা অভিমান করলে পুরুষ সঙ্গী অনেক সময়ই বুঝতে পারেন না কেন রাগ করেছেন বা কী করা উচিত। তাই রাগী অপবাদ নারীদের জন্য তুলে রাখার আগে পুরুষদের ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়েও প্রশ্ন তোলা উচিত৷ তবে ফেসবুকের মিমের ভাষায় বলতে গেলে, মডার্ন প্রবলেমস রিকোয়ায়ার মডার্ন সল্যুশন্স। তাই আধুনিক যুগের সমস্যা সমাধানে এগিয়ে এসেছে আধুনিক এআইভিত্তিক সমাধান।
এই অ্যাংরি জিএফ আসলে একটি মোবাইল অ্যাপ আকারে আনা হয়েছে। এটি পুরুষদেরকে নারীদের রাগ আর অভিমান সামাল দিতে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছে। এই অ্যাপে থাকছে এক এআইভিত্তিক রিলেশনশিপ অ্যাসিস্ট্যান্ট। তার সঙ্গে বিস্তারিত আলাপ করে আপনি রেগে থাকা সঙ্গিনীকে সামাল দেওয়ার বিষয়ে ট্রেনিং ও পরামর্শ পাবেন।
এআইভিত্তিক রিলেশনশিপ অ্যাসিস্ট্যান্ট থাকছে এই অ্যাপে
এখানে একটি গেমের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারেন আপনি। ‘সুদিং কমপ্যানিয়ন’ বা ‘শান্ত করা সঙ্গী’র ভূমিকায় অবতীর্ণ হতে হবে আপনাকে, যার মাধ্যমে ট্রেনিং নিলে আপনি পরে সত্যিকার অর্থেই আপনার খুব রেগে যাওয়া স্ত্রী বা প্রেমিকাকেও শান্ত করতে পারবেন। বলাইবাহুল্য এই অ্যাপের সঙ্গিনী পুরোপুরি এআই দিয়ে তৈরি, সত্যিকারের কেউ নয়৷
গেমের মাধ্যমে নিজেকে ট্রেনিং দিতে পারবেন আপনি রাগী সঙ্গিনীকে সামলাতে
অ্যাপটি ডাউনলোড করে এর ভাঙা হৃদয় আকৃতির বাটনে ট্যাপ করলেই মেন্যু খুঁজে পাবেন আপনি। এরপর সেখানে আপনার সঙ্গিনীর রেগে যাওয়ার কিছু সম্ভাব্য কারণ ক্লিক করার অপশন থাকবে৷ যেমন দেরি করে বাড়ি ফেরা, ভ্যালেন্টাইন্স ডে বা বিবাহবার্ষিকী ভুলে যাওয়া, মেসেজ বা কলের উত্তর না দেওয়া ইত্যাদি।
এই অ্যাপের ফ্রি ভার্সনে আপনি যেকোনো একটি পরিস্থিতি নির্বাচন করে নিজেকে ট্রেনিং দিতে পারেন কী করা উচিত বা বলা উচিত সে বিষয়ে গেম খেলে৷ আর সপ্তাহে ৭ ইউরো খরচ করলে আরও বিস্তারিত ট্রেনিং পেতে পারেন আপনি এই অ্যাপে৷ এটিকে লার্নিং অ্যাপ হিসাবে নিবন্ধন করা হয়েছে। এই গেমে ‘ফরগিভনেস বার’ বা ক্ষমা নির্দেশক বারের মাধ্যমে আপনার সম্ভাব্য প্রচেষ্টার জন্য স্কোর দেওয়া হয়।
এআই গার্লফ্রেন্ডকে ০ থেকে ১০০ শতাংশ খুশি করার অপশন আছে এখানে৷ ১০টি সঠিক কথা বলার মাধ্যমে তাকে খুশি করতে হবে, এটাই খেলার নিয়ম। সেই সঙ্গে পরিস্থিতি ও সঙ্গিনীর মেজাজ বুঝে পা মেসেজ করা, ফুল কিনে দেওয়া বা রাতের খাবার রান্না করার মতো কাজ করার সুযোগ আছে এই অ্যাপে। অভিনব এই এআই অ্যাপ তৈরি করেছেন মার্কিন ইনফ্লুয়েন্সার এমিলিয়া। ইতিমধ্যে এক হাজারের বেশি পুরুষ এই নতুন অ্যাপ অ্যাংরি জিএফ এর চ্যাটবট ডাউনলোড ও ব্যবহার করে ফেলেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ