নারায়ণগঞ্জে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলার গোবিন্দপুর গ্রামে গাউছিয়া অটো রাইস মিলে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর বয়লারটি শতাধিক গজ দূরে ছিটকে পড়ে। এতে শিশুসহ আশপাশের ৮ জন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
দগ্ধদের মধ্যে রাকিব, সোহেল ও খোকন নামে ৩ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। খোকনের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৮