রমযান দান-সদকার মাস। রাসূল (সা.) ছিলেন এই মাসে সবচেয়ে বেশি দানশীল। হাদিসে এসেছে—
“রাসূল (সা.) ছিলেন সবচেয়ে দানশীল, আর রমযানে তিনি প্রবাহমান বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন।” (বুখারি: ৬)
রমযানে দানের উপকারিতা:
১. গুনাহ মাফ হয়: রাসূল (সা.) বলেছেন, “দান-সদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়।” (তিরমিজি: ৬১৪)
২. আল্লাহর রহমত লাভ: আল্লাহ বলেন— “যারা আল্লাহর পথে দান করে, আল্লাহ তাদের জন্য বহুগুণ প্রতিদান বাড়িয়ে দেন।” (সুরা বাকারা: ২৬১)
৩. কিয়ামতের কঠিন দিনে ছায়া পাওয়া যাবে: রাসূল (সা.) বলেছেন, “দানশীল ব্যক্তি কিয়ামতের দিন তার দান দ্বারা ছায়া লাভ করবে।” (বুখারি: ১৪২১)
রমযানে দান-সদকা করা দ্বিগুণ সওয়াবের কাজ এবং এটি জান্নাতের পথে চলার অন্যতম মাধ্যম।
পোস্টটি যতজন পড়েছেন : 40