বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘পবিত্র রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে ১৩ জেলায় ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারের মধ্যে বিক্রি করবে টিসিবি। এতে বাজার পরস্থিতি সহনীয় থাকবে।’
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, রমজানের নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সরকার। উপদেষ্টা আশা করেন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দারিদ্র বিমোচনের মাধ্যমে এ ধরনের ট্রাকসেলের প্রয়োজন হবে না।
ট্রাকসেলের মাধ্যমে প্রতি গ্রাহক এক কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা ও আধা কেজি খেজুর কিনতে পারবেন। যার মূল্য ৫৮৮ টাকা।
প্রথম দিনে ট্রাকসেলের মাধ্যমে পণ্য কিনতে ভিড় দেখা যায় গ্রাহকদের। বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশী তারা।