তিনি ‘বুম্বাই কা বাবু’। তাঁর অভিনয় নিয়ে ‘কেয়া কেহেনা’। ‘দিল চাহতা হ্যায়’, ‘কুর্বান’ হো যায় তুঝপে। সইফ আলি খান। আজ রবিবার ছোট্টা নবাবের জন্মদিন। এবছর ৪৫-তে পা দিলেন নায়ক।
ক্রিকেটার টাইগারের পুত্র হওয়া সত্ত্বেও বাইশ গজ নয়, সইফকে টানতো লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া। তবে একটু দেরী করেই বলিউডের ব্রেক পান নবাব। যশরাজের হাত ধরে ‘পরম্পরা’ ছবিতে বলিউডে অভিষেক হয় সইফের। তবে কেরিয়ারের শুরুটা নানা ওঠাপড়ার মধ্যে৷ সাফল্য সেভাবে আসেনি৷ তবে ২০০৩ সালে ‘কাল হো না হো’ মোর ঘুরিয়ে দেন তাঁর ফিল্মি কেরিয়ারের। একের পর এক পারফরমেন্সে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তাঁর ফ্যানদের৷ তুখোড় অভিনয়ের দৌলতে তাঁর ঝুলিতে এসেছে বিভিন্ন পুরস্কার৷ নানা ভূমিকা নিজেকে যত প্রমাণ করেছেন, তাঁর থেকে প্রত্যাশা যেন বেড়েছে আরও বেশি৷
কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে সইফের পরবর্তী ছবি ‘ফ্যান্টম’। ২৬/১১ দিয়ে ছবির কাহিনি বুনেছেন পরিচালক কবীর খান। এখানে নবাবের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। তাই জন্মদিনে নবাবে আশা, ‘ফ্যান্টম’ হোক সুপারহিট।