৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার কোপা আমেরিকার ড্র

ফুটবল প্রেমিদের অবসানের শেষ হল । সব বাধা ফেলে কোপা আমেরিকা ড্রয়ের জন্য পুরোপুরি প্রস্তুত আয়োজক কর্তৃপক্ষ। আগামীকাল ম্যানহ্যাটানের হ্যামারস্টেইন বলরুমে স্থানীয় সময় সাড়ে সাতটায় শুরু হবে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ এই ফুটবল আসরের ড্র । কোপা আমেরিকা আয়োজন নিয়েও সংশয় ছিল । গত এক বছর ধরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফাসহ বেশ কিছু আঞ্চলিক সংস্থায় দুর্নীতির অভিযোগে যে তোলপাড় হয়েছে তার মধ্যে কনকাকাফ অঞ্চল অন্যতম। এই অঞ্চলের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইতোমধ্যেই দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত হয়েছেন। সে কারণেই কোপা আমেরিকা আয়োজন নিয়েও সংশয় দেখা দেয়। এ বছর কোপা আমেরিকার শতবর্ষ পালিত হতে যাচ্ছে।দক্ষিণ আমেরিকার ১০টি দলসহ কনকাকাফ অঞ্চলের ছয়টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে। শত বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মত দক্ষিণ আমেরিকার বাইরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা প্রদেশের লেভাইস স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ জুন নিউ জার্সিতে। যুক্তরাষ্ট্র ছাড়াও শীর্ষ অপর তিন দল হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকো।

বাকি ১২টি দল তিনkopaটি পটে বিভক্ত হয়ে অংশ হবে। চিলি, কলম্বিয়া, উরুগুয়ে ও ইকুয়েডর রয়েছে দ্বিতীয় পটে, তৃতীয় পটে রয়েছে কোস্টা রিকা, হাইতি, জ্যামাইকা ও পানামা। চতুর্থ পটের দলগুলো হচ্ছে বলিভিয়া, পেরু, ভেনিজুয়েলা ও প্যারাগুয়ে। পুরো টুর্নামেন্টে যাদের ওপর সকলের নজর থাকবে তাদের মধ্যে অন্যতম বার্সেলোনা ত্রয়ী লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। এছাড়া নিজ নিজ দেশের হয়ে পারফর্ম করতে মুখিয়ে আছেন রিয়াল মাদ্রিদের হামেস রদ্রিগেজ ও আর্সেনালের এ্যালেক্সিস সানচেজ। আগামী ৩১ মে থেকে ৩ জুনের মধ্যে আর্জেন্টাইন তারকা মেসিকে স্পেনের কর ফাঁকির শুনানিতে অংশ নিতে হবে। ৬ জুন গ্রুপ ডি’তে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আইনি জটিলতা কাটিয়ে মেসি যদি শেষ পর্যন্ত মাঠে নামেন তবে এটা হবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের টানা তিনটি বড় টুর্নামেন্টে অংশগ্রহণ। ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্য অবশ্য এই দায়িত্ব আরো খানিকটা বেশী। ২০১৩ সালের কনফেডারেশন কাপ, ২০১৪ সালের বিশ্বকাপ ও গত বছরের কোপা আমেরিকা শেষে এটি নেইমারের চতুর্থ বড় কোন আসরে অংশগ্রহণ। একইসাথে আগস্টে রিও ডি জেনিরোর অলিম্পিকে অংশগ্রহণের জন্য মুখিয়ে আছেন নেইমার। তবে তাদের তুলনায় উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ কিছুটা নির্ভার হয়েই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন। বহিষ্কারাদেশের কারণে সর্বশেষ কোপা আমেরিকা খেলা হয়নি সুয়ারেজের।

লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ এবার কি জাদু নিয়ে আসেন তাই এবার দেখার বিষয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ