২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রণবীরের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো’- দীপিকা

বাজারটা খু্ব একটা ভালো যাচ্ছে না রণবীর কাপুরের। পর পর দুটি ছবি তেমন সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে। অনুষ্কার সঙ্গে তাঁর জুটি হয়েছে ফ্লপ। তবে এবার পুরনো ফ্লেভার ফিরিয়ে আনছেন ইমিতাজ। তাই এখনও দেখানে ‘তামাশা’য় ভাগ্যের সিকে ছেড়ে কিনা রণবীররে। তবে রণবীর ফ্লপ হোক কিংবা হিট দীপিকার কিন্তু স্বপ্ন রণবীরের সঙ্গেই কাজ করা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, “ আমি সব সময় রেডি রণবীরের সঙ্গে কাজ করতে। রণবীরের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘তামাশা’। কিন্তু বক্স অফিসে রণবীরের মার্কস পুয়োর। এই সম্পর্কে দীপিকাকে প্রশ্ন করা হলে নায়িকায় সোজা উত্তর, “ সবার কেরিয়ারে গ্রাফ সব সময় এক থাকে না। আর রণবীর খুব ভালো অভিনেতা। আমার বিশ্বাস রণবীর সহজেই এই পরিস্থিতি কাটিয়ে উঠবে”।

বলিঅন্দরের খবর, রণবীর-দীপিকার প্রেম তামাশাকে কাজে লাগিয়ে  তৈরি ইমতিয়াজের ‘তামাশা’। কিন্তু প্রথমে ‘উইন্ডো সিট’ নাম নিয়েই শুটিং শুরু করেছিলেন ইমতিয়াজ। তবে মাঝপথে হঠাৎই নামটা পরিবর্তন করে ‘তামাশা’ রাখেন পরিচালক। ইমতিয়াজের কথায়, ‘গল্পের সঙ্গে তামাশা নামটা বেশি ভাল যায়। কারণ ছবির গল্প যেমন রয়েছে কমেডির ছোঁয়া, তেমনি রয়েছে অফুরন্ত প্রেম। দীপিকা-রনবীরের রিয়েল লাইফ ক্রাইসিসকে মাথায় রেখেই ছবির গল্প ও নামটা ঠিক করা হয়েছে’।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ